নেত্রকোনা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কৃষক হাসলে হাসবে দেশ- মেহের আফরোজ চুমকি এমপি

  • আপডেট : ০৮:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • ২৭৮
সামসুল হক জুৃয়েল, কালীগঞ্জ (গাজীপুর): মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, কৃষক হাসলে হাসবে দেশ। তারা যদি ভালো থাকে তাহলে দেশও ভালো থাকবে। কৃষকরাই দেশের বড় সম্পদ। তাদের সম্মান করা দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।
কৃষক রোদে পুরে বৃষ্টিতে ভিজে ফসল ফলান। কৃষকগুণে সারা বছর দেশে তাজা শাক-সবজি, ধান, গম অন্যান্য ফসল পাওয়া যায়। একমাত্র শেখ হাসিনার সরকার কৃষকদের চিন্তা করে তাদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে থাকেন। দেশের বিশাল জনগোষ্ঠী কৃষক। তাদের সুখ-দুঃখে সরকার সর্বদা তাদের পাশে থাকে এবং ভবষ্যিতেও থাকবেন।
আজ সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধদিপ্তরের আয়োজনে ১০০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।
উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির প্রমুখ।
প্রতিমন্ত্রী একশজন কৃষকের মাঝে  মাসকলাই বীজ,  ডিএসপি সার, এমওপি সার বিতরণ করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমার বর্তমান ঠিকানা স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমার ধর্ম ইসলাম। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। প্রয়োজনে: ০১৭১৩৫৭৩৫০২

দুর্গাপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কৃষক হাসলে হাসবে দেশ- মেহের আফরোজ চুমকি এমপি

আপডেট : ০৮:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
সামসুল হক জুৃয়েল, কালীগঞ্জ (গাজীপুর): মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, কৃষক হাসলে হাসবে দেশ। তারা যদি ভালো থাকে তাহলে দেশও ভালো থাকবে। কৃষকরাই দেশের বড় সম্পদ। তাদের সম্মান করা দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।
কৃষক রোদে পুরে বৃষ্টিতে ভিজে ফসল ফলান। কৃষকগুণে সারা বছর দেশে তাজা শাক-সবজি, ধান, গম অন্যান্য ফসল পাওয়া যায়। একমাত্র শেখ হাসিনার সরকার কৃষকদের চিন্তা করে তাদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে থাকেন। দেশের বিশাল জনগোষ্ঠী কৃষক। তাদের সুখ-দুঃখে সরকার সর্বদা তাদের পাশে থাকে এবং ভবষ্যিতেও থাকবেন।
আজ সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধদিপ্তরের আয়োজনে ১০০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।
উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির প্রমুখ।
প্রতিমন্ত্রী একশজন কৃষকের মাঝে  মাসকলাই বীজ,  ডিএসপি সার, এমওপি সার বিতরণ করেন।