বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে হাসপাতালে দাখিল পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:  |  আপডেট ৮:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট  | 417

কালীগঞ্জে হাসপাতালে দাখিল পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে দাখিল পরীক্ষা দেন তাসমিন নামে এক শিক্ষার্থী। সে খলাপাড়া দারুল উলুম দাখিল মাদ্রাসার ছাত্রী।

বৃহস্পতিবার সকালে পরীক্ষা দেয়ার জন্য তাসমিন তার মায়ের সাথে পরীক্ষা কেন্দ্রে যাওযার সময় বক্তারপুরে তাদের বহনকৃত ইজিবাইকের চাকা খুলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে তাসমিন কিছুটা ব্যাথা পেলেও গুরুতর আহত অবস্থায় তার মা সীমা বেগম খুুকিকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সীমা বেগম উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ইব্রাহিম মল্লিকের স্ত্রী।


প্রথমিক চিকিৎসা শেষে তাসমিন কিছুটা সুস্থ হলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী সাদিকের বিশেষ তত্তাবধানে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পরীক্ষা দেয় সে।

এ বিষযে উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সাদেকুর রহমান আকন্দ বলেন, হাসপাতালে আনার পূর্বেই সীমা বেগমের মৃত্যু হয়। দাখিল পরীক্ষার্থী তাসমিনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী সাদিকের বিশেষ তত্তাবধানে তাকে হাসপাতালেই পরীক্ষা দেয়ার সুযোগ করে দেয়া হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
এক ক্লিকে বিভাগের খবর
মোঃ শফিকুল আলম শাহীন প্রকাশক ও সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন রোড, পূর্বধলা, নেত্রকোনা।

হেল্প লাইনঃ ০১৭১৩৫৭৩৫০২

E-mail: info@purbakantho.com