পূর্বধলা উপজেলা জামায়াতের সাবেক আমির গ্রেফতার | পূর্বকন্ঠ
purbakantho
purbakantho

পূর্বধলা উপজেলা জামায়াতের সাবেক আমির গ্রেফতার


পূর্বকন্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৩, ৮:০৮ অপরাহ্ণ / ৫৫
পূর্বধলা উপজেলা জামায়াতের সাবেক আমির গ্রেফতার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার পূর্বধলা উপজেলা জামায়াতের সাবেক আমির শহিদুল ইসলামকে (৫৭) গ্রেফতার করেছে পূর্বধলা থানার পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পূর্বধলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম র্প্বূধলা উপজেলার কোনাডহর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও উপজেলা সদরের র্প্বূধলা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। তিনি উপজেলা সদরের রওশন আরা রোড এলাকায় বসবাস করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, জামায়াত নেতা শহীদুল ইসলামের নামে নাশকতা সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

তাছাড়া বর্তমানে তাকে গ্রেফতার করা হয়েছে গত ১৩ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে পূর্বধলা থানায় দায়েরকরা নাশকতা সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় অভিযুক্ত হিসেবে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আইন-আদালত বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর