পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে পূজামন্ডপে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তরুন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা জ্যোতি দেবনাথ, কাজল চন্দ কুণ্ডু, নিরঞ্জন কুমার ভাদুড়ী, আরিফ মাহমুদ হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :