শফিকুল আলম শাহীন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নেত্রকোনার পূর্বধলার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির টানা পাঁচ বারের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।,
আজ রবিবার (১৯ নভেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসন থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।,
জানাযায়, আহমদ হোসেন বর্তমান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে এক অন্যন্য সাধারণ নেতা, যার রয়েছে দীর্ঘ বর্ণাঢ্য অতীত রাজনৈতিক ইতিহাস। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।,
তিনি পর্যায়ক্রমে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, স্যার এ এফ রহমান হলের (ঢাকা বিশ্ববিদ্যালয়) সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের তিন বারের সহ-সম্পাদক এবং বর্তমানে তিনি টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করে আসছেন।,’
আপনার মতামত লিখুন :