পূর্বকন্ঠ ডেস্ক:
সাভারের আশুলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছেন পুলিশ। গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়।,
নিহত নারী সাহেরা বেগম (৫৫) টাঙ্গাইলের দেলদুয়া থানার পরাইখালি গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী। আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় তিনি খাবার হোটেলের ব্যবসা করতেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ৫ লাখ টাকা লুট করা হয়েছে বলে দাবি পরিবারের।
নিহতের মেয়ে রুমার দাবি, তাদের বাসায় জমি কেনার জন্য ৫ লাখ টাকা ছিল। তার মাকে হত্যা করে টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা।,
আশুলিয়া থানার এসআই মো. সোহেল মোল্লা জানান, ধারণা করা হচ্ছে ঐ নারীকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের দাবি অনুযায়ী পাশের বাসার এক ভাড়াটিয়াকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত চলছে।,
আপনার মতামত লিখুন :