মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে শ্বশুরবাড়িতে জামাই রুবেল আহমেদকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে আটক করেছে। মৃত রুবেল উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে মনরাজ গ্রামের সাবেক মেম্বার ওহাব মিয়ার ছেলে।
নিহত রুবেল আহমদের পরিবারের দাবি, কর্মধা ইউনিয়নে পূর্ব কর্মধা গ্রামের রুবেল আহমদের শ্বশুর মবু মিয়া ও চাচাশ্বশুর আব্দুল মান্নানের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে ইউনিয়নের চেয়ারম্যানসহ একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। ,
এই বিরোধের জের ধরে রোববার রাতে স্থানীয় রবিরবাজারে দুপক্ষের সংঘর্ষ হয়। এর পর রুবেল মিয়া শ্বশুরবাড়ি যান। সেখানে যাওয়ার পর চাচাশ্বশুর আব্দুল মান্নান ও তার ছেলে আজাদ মিয়ার নেতৃত্বে হামলা চালানো হয় জামাই রুবেল মিয়ার ওপর। হামলাকারীরা প্রথমে তার চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। পরে কুপিয়ে মারাত্মক জখম ফেলে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ,
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। ,
নিহতের ভাই সোহেল মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আব্দুল মান্নান, আব্দুছ ছালাম, সানুর, আব্দুল মান্নানের স্ত্রী চন্দ্রবান ও ছেলের বউ রেহানা বেগমকে গ্রেফতার করেছে। ,
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, মৃতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। , সূত্র: যুগান্তর
আপনার মতামত লিখুন :