শিক্ষাঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপ | পূর্বকন্ঠ
purbakantho
purbakantho

শিক্ষাঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপ


পূর্বকন্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৩, ৬:৪০ অপরাহ্ণ / ১৩৯
শিক্ষাঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপ

শিক্ষকতার আঠাশ পেরিয়ে গন্তব্যের দ্বারে পৌঁছে স্বসম্মানে অবসরের প্রহর গুনছি। এই বিশাল সময়ে দু’টি রাজনৈতিক দলের শাসনামলকে অবলোকন করেছি ।মূল সংগঠনের অঙ্গ সংগঠনগুলোর বিচরণ দেখেছি কখনো দৃশ্যপটে কখনো অদৃশ্যপটে যেখানে আদর্শিক চিন্তার বিস্তরণের বিস্তৃতির বড়ই অভাব পরিলক্ষিত হয়েছে।

এটির মূল কারন আমাদের চেতনা বিকাশের ভিন্নতা।বাংলাদেশ একটি রক্তাক্ত ইতিহাস হওয়া সত্যেও এই ইতিহাসের যথার্থতা বিশ্লেষণে না যেয়ে যে বা যারা নতুন ইতিহাস গড়তে চায় তারা কখনো ব্যক্তি বা দলের আদর্শের পতাকা বহন করতে পারবে না।

মেধাভিত্তিক রাজনীতির অসারতা প্রমানে তারাই কাজ করে যায়,যারা রাজনীতিকে জনমনে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত।এদেরকে নির্লিপ্ত করতে না পারলে মেধাভিত্তিক রাজনীতির প্রসার ঘটবে না। এতে স্মার্ট বাংলাদেশ বির্নিমান শুধু ফটোসেশান আর বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে।

আজ এটির জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল অর্জন ক্ষনিকের জন্য হলেও প্রশ্নবিদ্ধ হচ্ছে।আমরা চাই মেধাভিত্তিক রাজনীতির বিকাশ যা অনাদর্শিক রাজনীতিকে পরাভুত করবে।

লেখক : মোঃ এমদাদুল হক বাবুল, সহকারী অধ্যাপক পূর্বধলা সরকারি কলেজ ও সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, পূর্বধলা উপজেলা শাখা।

মুক্তমত বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর