পূর্বধলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান | পূর্বকন্ঠ
purbakantho
purbakantho

পূর্বধলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান


পূর্বকন্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৩, ১০:৩০ অপরাহ্ণ / ৫৭
পূর্বধলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ

নেত্রকোনার পূর্বধলায় তারা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪শ’২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনসার উদ্দিন তালুকদার বৃত্তি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পূর্বধলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নাদিয়া বিনতে আমিন, সিআইপির সভাপতিত্বে মাসুম হাসান জামাল ও হাফসা ইসলাম মোহ এর সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।,

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, পূর্বধলা থানার ওসি তদন্ত মাসুদ হাওলাদার।,

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম মিয়া, মোবারক হোসেন ফকির, শিক্ষার্থী হিরন মিয়া ও মহুয়া জান্নাত খান প্রমূখ।,

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম সুজন বলেন, বর্তমান সরকার শিক্ষা বিস্তারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান লোকজন শিক্ষা বিস্তারে এগিয়ে আসলে ৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।,

শিক্ষা বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর