পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪৫ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে।
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশ আহতের ঘটনায় শুক্রবার রাতে এ মামলা দায়ের করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের দলীয় কার্যালয়ে বিকাল ৪ টায় প্রোগ্রাম করার কথা থাকলেও পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের লোকজন রাস্তা অবরোধ করে মিছিল করছিল।
মিছিলের কারণে জনসাধারণের চলাচল করতে বিঘ্ন ঘটছে বললে বিএনপির নেতা কর্মীরা অতর্কিত পুলিশের ওপর হামলা চালায় ও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।
এসময় আমাদের চার পুলিশ আহত হয়। ঘটনাস্থল থেকে ৪ টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, এঘটনায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমূল গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে আব্দুল্লা আল হেলালীকে প্রধান আসামী করে বিএনপির ৪৫ নেতাকর্মীদের নামসহ ও অজ্ঞাতনামা আরও ৪৫০/৫০০ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন...পূর্বধলায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ : ৪ পুলিশ আহত, আটক ১৩
আপনার মতামত লিখুন :