পূর্বধলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত | পূর্বকন্ঠ
purbakantho
purbakantho

পূর্বধলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত


পূর্বকন্ঠ প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৩, ৬:০১ অপরাহ্ণ / ১১৮
পূর্বধলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা :

নেত্রকোনার পূর্বধলায় আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে।

দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল ও ইঞ্জিনিয়ার তুহিন খান সমর্থকদের উদ্যোগে পৃথক পৃথক শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যেকটি র‌্যালী ও আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর