পূর্বধলায় টিনের চাল কেটে মোবাইলের দোকানে চুরি | পূর্বকন্ঠ
purbakantho
purbakantho

পূর্বধলায় টিনের চাল কেটে মোবাইলের দোকানে চুরি


পূর্বকন্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ / ১৮৮
পূর্বধলায় টিনের চাল কেটে মোবাইলের দোকানে চুরি

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় একটি মোবাইলের দোকানের টিনের চালা কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১ নভেম্বর) দিনগত রাতে উপজেলা সদরের পূর্বধলা বাজারে হক টেলিকমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) চুরির বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। তিনি জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন সকালে দোকানে এসে দেখেন ঘরের টিনের চাল কেটে কে বা কারা ভিতরে প্রবেশ করে তার দোকান থেকে বিভিন্ন ব্রান্ডের ১২টি স্মার্টফোন, কয়েকটি বাটন ফোন, কিছু মোবাইল সরঞ্জাম ও নগদ ৪/৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

জনবহুল এলাকায় এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযাগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর