পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা:
নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সনাতনধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ধর্মীয় শোভাযাত্রা, প্রসাদ বিতরণ, ধর্মীয় গ্রন্থ পাঠ, পূজা অর্চনা ও আলোচনা সভা ।
পূর্বধলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে এ উপলক্ষ্যে উপজেলা সদরের সার্বজনীন পুজা মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূর্বধলা পুজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি বাবু তরুণ কুমার রায়’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন পূর্বধলা থানার অফিসার ইন চার্জ ( ওসি তদন্ত) মাসুদ হাওলাদার।
অনুষ্ঠিত সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রষ্টান ঐক্য পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সহ সভাপিত দীপক রঞ্জন সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , পূর্বধলা জগৎমণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রষ্টান ঐক্য পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন ভাদুরী প্রমুখ।
আপনার মতামত লিখুন :