পূর্বধলায় ঋণের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা | পূর্বকন্ঠ
purbakantho
purbakantho

পূর্বধলায় ঋণের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা


পূর্বকন্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৩, ১২:৫৯ অপরাহ্ণ / ২৪৩
পূর্বধলায় ঋণের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার পূর্বধলায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ইলিয়াস ফকির (৩৮) নামের এক মুদি ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোগলা ইউনিয়নের জামিরাকান্দা (ভরাকান্দা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ফকির ওই গ্রামের মৃত জসিম উদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিয়াস ফকির বেশ কয়েক বছর ধরে তার বাড়ির পাশেই একটি মুদি দোকান দিয়ে ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে বেশ ভালই চলছিলেন। গত এক দেড় বছর আগে তিনি তার দোকানের পাশেই ১০শতক জায়গা কিনে ধার দেনা করে বসবাসের জন্য একটি হাফবিল্ডিং ঘর নির্মাণ করেন।

ঘর নির্মাণের সময় স্থানীয় দুটি এনজিও থেকে কিছু টাকা ঋণ উত্তোলন করেন। যা মাসিক কিস্তি আকারে পরিশোধের কথা। কিস্তি দিতে গিয়ে তিনি এলাকার বেশ কয়েকজনের কাছ থেকে ঋণের ওপর টাকা এনে দেনায় জর্জরিত হয়ে পড়েন। এ ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন।

নিহতের ভাই জয়নাল ফকির জানান, ২০ থেকে ২২লক্ষ টাকা ঋণ হয়ে ছিল তার ভাই ইলিয়াস ফকিরের। যা প্রতি মাসে কিস্তি ছিল ১লক্ষ৭০হাজার টাকা। এই ঋণের টাকা পরিশোধ করতে না পেরেই তা ভাই বাড়ির পাশে আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় ইউপি সদস্য কাদির ফকির জানান, লোকটি খুব ঋণগ্রস্থ ছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ স্থানীয়রা তার বাড়ির পাশে আম গাছের ডালে লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্পট লাইট বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর