পূর্বধলায় আ’লীগের প্রার্থীতা ঘোষণা করলেন রফিকুল ইসলাম খোকন | পূর্বকন্ঠ
purbakantho
purbakantho

পূর্বধলায় আ’লীগের প্রার্থীতা ঘোষণা করলেন রফিকুল ইসলাম খোকন


পূর্বকন্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ / ৫২৮
পূর্বধলায় আ’লীগের প্রার্থীতা ঘোষণা করলেন রফিকুল ইসলাম খোকন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নাম ঘোষণা করলেন পূর্বধলা রাজপাড়ার কৃতি সন্তান রফিকুল ইসলাম খোকন।

তিনি বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

বৃহস্পতিবার দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদ গেইটের সামনে তার অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি জানান, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমি এমবিএ পাশ করেও সরকারি চাকরী না করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আমার বাবা আব্দুল কাদির একজন যুদ্ধাপরাধ মামলার বাদী। আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

আমার বাবা পূর্বধলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি তার নিজের ও পরিবার বর্ণাঢ্য রাজনৈতিক পরিচয় তুলে ধরে জানান, বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং এ অঞ্চলের উন্নয়নকে তরান্বিত করতে সাধারণ মানুষ তাকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে দেখতে চায়। সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দিতেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা মার্কায় মনোনয়ন নিয়ে এমপি হতে চান।

লিড নিউজ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর