শফিকুল আলম শাহীন: নেত্রকোনা-৫ (পূ্র্বধলা ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের রাজপাড়া এলাকার কৃতি সন্তান রফিকুল ইসলাম খোকন।
আজ সোমবার (২০নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রফিকুল ইসলাম খোকন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
তিনি জানান,আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমি এমবিএ পাশ করেও সরকারি চাকরী না করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আমার বাবা আব্দুল কাদির একজন যুদ্ধাপরাধ মামলার বাদী। আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
আমার বাবা পূর্বধলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি তার নিজের ও পরিবার বর্ণাঢ্য রাজনৈতিক পরিচয় তুলে ধরে আরও জানান, বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং এ অঞ্চলের উন্নয়নকে তরান্বিত করতে সাধারণ মানুষ তাকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে দেখতে চেয়েছে। সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দিতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা মার্কায় মনোনয়ন নিয়ে এমপি হতে চান।
আপনার মতামত লিখুন :