এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোণা: নেত্রকোণায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পারলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫ শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ’র দিক নির্দেশনায় ওসি, ডিবি (পশ্চিম) মোহাম্মদ শাহনূর আলমের নেতৃত্বে এস আই সঞ্জয় সরকার, এ এস আই মোঃ মফিজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ২৬ জুলাই (বুধবার) বিকাল সাড়ে ৩টার দিকে পারলাস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ শ’ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। ,
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের কালিয়ারা গাবরাগাতী (নাগালা) গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে মোঃ আরিফ (২৪) ও যশোর জেলার অভায়নগর উপজেলার শ্রীদারপুর গ্রামের মোঃ আব্দুল্লাহ শেখের ছেলে মোঃ বিল্লাল শেখ (৩২)।,
এ ব্যাপারে ডিবি’র এস আই সঞ্জয় সরকার বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকালে আদালতে প্রেরণ করেন। বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।,
আপনার মতামত লিখুন :