দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ কৃষক লীগের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।,
উপজেলা কৃষক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুস শহীদ, সদস্য সচিব আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঝুমা তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।,
আলোচনা শেষে আব্দুল হামিদ সরকারকে সভাপতি ও মো. আলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কন্ঠ ভোটের মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কৃষকলীগ দুর্গাপুর শাখার কমিটি গঠন করা হয়।,
আপনার মতামত লিখুন :