চট্টগ্রামে বিজিবি মোতায়েন, সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী | পূর্বকন্ঠ
purbakantho
purbakantho

চট্টগ্রামে বিজিবি মোতায়েন, সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী


পূর্বকন্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ১১:২৮ অপরাহ্ণ / ২৩
চট্টগ্রামে বিজিবি মোতায়েন, সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

তফশিল ঘোষণার পর যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। নগরীতে নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। নগরী ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ টহল দিচ্ছে।,

বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা পঞ্চম দফায় দুইদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও পণ্য পরিবহণ স্বাভাবিক রাখতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় টহল দেওয়া শুরু করেছে বিজিবি। একইসঙ্গে বিজিবির সঙ্গে ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।,

সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, তফশিল ঘোষণার পর বিরোধী রাজনৈতিকগুলো যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা করতে না পারে সেজন্য পুলিশ সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন যাতে স্বাভাবিক থাকে এ কারণে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি ছাড়াও র‌্যাব, পুলিশ, আনসার সদস্যের কয়েকটি টিম টহল দিচ্ছে। অবরোধ ঘোষণার কারণে জেলার গুরুত্বপূর্ণ স্থান নির্ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চট্টগ্রামের রেলপথসহ সব ধরনের যোগাযোগ ও জানমালের নিরাপত্তায় কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। কোথাও কেউ নাশকতা করতে চাইলে তাদের আইনগত ব্যবস্থা নেবে।

সিএমপির এডিসি (পিআর) স্পিনা রানী প্রামাণিক যুগান্তরকে বলেন, তফসিল ঘোষণার পর যাতে কেউ অপ্রীতির ঘটনা ও নাশকতা করতে না এ ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল দিচ্ছে।, তথ্য সূত্র: যুগান্তর

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর