ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হলেন খোকন | পূর্বকন্ঠ
purbakantho
purbakantho

ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হলেন খোকন


পূর্বকন্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৩, ১:১১ অপরাহ্ণ / ১২৮
ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হলেন খোকন

পূর্বকন্ঠ ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক হয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের ছেলে মো. রফিকুল ইসলাম খোকন ।

রোববার সংগঠনের সভাপতি মাওলানা ড. কে এম আব্দুল মমিন সিরাজী ও সাধারণ সম্পাদক মো. আমিনুল হক ওলামা লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।,

হাফেজ মাওলানা সাগর আহমেদ শাহিনকে বাংলাদেশ ওলামা লীগের কার্যকরী সভাপতি করার পাশাপাশি মোট ৯৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে ২২ জন সহ- সভাপতি, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জন সাংগঠনিক সম্পাদক, ২৮ জন সম্পাদক, ১৬ জন সহ সম্পাদক ও ১১ জনকে সদস্য করা হয়েছে।,

পূর্ণাঙ্গ কমিটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হওয়ায় রফিকুল ইসলাম খোকন বলেন, ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতি করেছি। দলের দুঃসময়ে একজন সৈনিক হিসেবে সে সময়ে কাজ করেছি। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দল এবং দেশের জন্য কাজ করেছি। আমার যোগ্যতার ভিত্তিতেই আজকে এখানে এসে পৌঁছেছি। আমার ওপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো, এছাড়া আওয়ামী ওলামা লীগের একজন কর্মী হয়ে সারা জীবন দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।,

তিনি আরও বলেন, আমার কর্মের মর্যাদা দেওয়ায় আমি আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশাপাশি আমার সংগঠনের সভাপতি মাওলানা ড. কে এম আব্দুল মমিন সিরাজী এবং সাধারণ সম্পাদক মো. আমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।,

শিরোনাম বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর