পূর্বকন্ঠ ডেস্ক:
পূর্বধলার কৃতি সন্তান পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ (পিজিসিবি)’র সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জয়দীপ সরকার গতকাল চায়না এয়ার সার্ভিসের একটি ফ্লাইটে চীনের শেনইয়াং এর উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
তিনি পিজিসিবি’র ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে সেখানে তিন সপ্তাহের পেশাগত প্রশিক্ষণে অংশ নিবেন। এই প্রতিনিধি দলে দুইজন নির্বাহী প্রকৌশলী, একজন উপ-বিভাগীয় প্রকৌশলী ও তিনজন সহকারী প্রকৌশলী রয়েছেন।
উল্লেখ্য, মেধাবী ছাত্র ইঞ্জিনিয়ার জয়দীপ পূর্বধলার মিডিয়া কিন্ডারগার্টেন, ময়মনসিংহ জিলা স্কুল, ঢাকা নটরডেম কলেজ ও সর্বশেষ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিকেল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং – এ কৃতিত্বের সহিত স্নাতক ডিগ্রী শেষে ২০২১ সালের মার্চ মাস থেকে পিজিসিবি ‘র সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
তার পিতা দীপক রঞ্জন সরকার পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ ও বর্তমানে অনারারি সদস্য এবং জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হিসেবে সিভিল সার্জন অফিস, গোপালগঞ্জে কর্মরত তার মাতা উপজেলার কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :